বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গণে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) মো: জামাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এসময় তিনি বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল গঠন করেছিলেন একটি মানবিক যুব সংগঠন হিসেবে। যুবদল নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন,মানবিক বাংলাদেশ গড়তে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আগামী নিবার্চন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধিপত্যবাদী শক্তির দোসর ফ্যাসিস্ট আওয়ামীলীগ এখনো যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুবদলের সকলে ঐক্যবদ্ধভাবে যড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দল অনেক বেশী শক্তিশালী হয়েছে। সকল যড়যন্ত্র ছিন্ন করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র-জনতার সফল অভ্যুত্থান চুড়ান্ত বিজয় অর্জিত হবে যেদিন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব(ভারপ্রাপ্ত)মাসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: এম এ খালেদ,সহ-সভাপতি মো: আইয়ুব খান,নজরুল ইসলাম,আবদুল কাদের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মো: জামাল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,মো: দুলাল মিয়া,প্রচার সম্পাদক মো: আলী আজগর,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল আলম ভূইয়া,সৈয়দ আবু সারোয়ার,খেলাফত মজলিজের ইমরানুল রশীদ,সাবেক ছাত্রদলের সভাপতি ইয়াছিন পাঠান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। সভায় উপজেলা,ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,জাসাস,সেচ্ছাসেবক দল,মহিলা দল,শ্রমিকদল,তাতীদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা,বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ।