সন্ত্রাসি কায়দায় বণিক সদস্যদের দোকানঘর ও বিএনিপর কার্যালয় ভাংচুরের প্রতিবাদে রাজশাহীর তানোরে বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারের সকল বণিক সদস্যবৃন্দ তাদের দোকানঘর বন্ধ রেখে সন্ত্রাসমুক্ত বাজার ও জান মালের নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন।
তানোর বাজার বণিক সমিতির আয়োজনে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে বিক্ষোভ শেষে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তানোর গোল্লাপাড়া বাজারে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরআগে তানোর বাজারে সন্ত্রাসি কর্মকাণ্ড বন্ধের জন্য সকাল থেকে মাইকিং করে বাজারের সকল দোকানঘর বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দোকানঘর বন্ধ করে বণিক সদস্যরা রাস্তায় নামায় সড়কে সব ধরণের গাড়ী চলাচলে বিড়ম্বণার সৃষ্টি হয়। এসময় থানা পুলিশ উপস্থিত হয়ে মানববন্ধনে উপস্থিত বণিক সদস্যদের আশ্বস্ত করে বাজারে যে কোন সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে আশ্বাস দেন।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান, কোষাধক্ষ্য তুহিন পারভেজ, বণিক সদস্য ও প্রধান শিক্ষক মিজানুর রহমান, বণিক সদস্য ও জামায়াত ইসলামী তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাহাবুর চৌধুরী, বারী সরকার ও তহিদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গ, বুধবার দিবাগত রাতে তানোর গোল্লাপাড়া বাজারে তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি'র দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে আমশো গ্রামের একদিল ও তার সাঙ্গ পাঙ্গরা বাজার বণিক সমিতির দুটি ঘর ভাঙচুর করে এবং তিনজনকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন রফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও তার ছেলে সোহাগ। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় এরির্পোট লেখা পর্যন্ত বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন, ঘটনাটি নিয়ে থানায় কোন অভিযোগ হয়নি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি। ই/তা