মেলান্দহে বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৫, ০১:৪৬ পিএম
মেলান্দহে বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

জামালপুরের মেলান্দহে উচ্চ শিক্ষার জন্য ছাত্রদের দক্ষিণ কোরিয়া পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগটি অবশেষে থানা পর্যন্ত গড়িয়েছে। প্রতারক চক্রটি আত্মগোপনে থাকায় (৬ মার্চ দুপুরে) তার বাড়িতেই সংবাদ সম্মেলনও করেছেন ভূক্তভোগিরা। উপজেলার আদ্রা বড় বাড়ির জালাল উদ্দিনের ছেলে আ: জলিল বাদলের পুরো পরিবারের বিরুদ্ধে অভিযোগটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত বাদলের ভাগিনা ভূক্তভোগি হাবিবুর রহমান (২৭), সুলতান মাহমুদ (২৪), ভাতিজা রবিন মিয়া (২৪), রাজু মিয়া (২৫), মমিনুর (৪৫) জানান-বাদলের ছেলে রাগিব ইয়াসির সিনজন (২৫) দক্ষিণ কোরিয়ায় থাকেন। দুই বছর আগে আমাদেরসহ অন্যান্যদেরও দক্ষিণ কোরিয়া পাঠানোর কথা বলে বাদলের ভাই রোবেল মিয়া (৩৫), স্ত্রী করোনা বেগম কনা (৪৫) পরস্পর যোগসাজসে নগদ, ব্যাংক একাউন্ট এবং মোবাইলের মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা নিয়েছেন। যার মানি রিসিভসহ ডকুমেন্ট আছে। 

কোরিয়া যাবার জন্য আমাদের হাতে কাগজপত্র দিয়ে দূতাবাসে পাঠানো হয়। সেই কাগজপত্র নিয়ে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসে গিয়ে জানতে পারি, কাগজপত্রগুলো জাল। এরপর থেকেই বাদল পরিবারসহ গা-ঢাকা দেন। আত্মীয় স্বজন-এলাকাবাসি-স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়ে বেশ ক’বার দেন-দরবারও হয়। আমাদের টাকা ফেরতের জন্য সময় নিয়ে আত্মগোপন করেছে। বাদলের বোন হাসনা বেগম (৫৫), মর্জিনা বেগম (৪৫) এবং আদ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফর্সাসহ তার স্বগোত্রীয়রাও একই অভিযোগ করেন।

অভিযুক্ত বাদল জানান-আমার ছেলে সিনজন টাকা নিয়েছে বলেই; সেই টাকা ফেরৎ দিতে চেয়েছি। আমার পুরো পরিবারের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমার স্ত্রীকে ওরা গৃহবন্দী করেছিল। তাই নিরাপত্ত্বার ভয়ে বাড়ি ছেড়ে চলে আসছি। এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধিন আছে।

আপনার জেলার সংবাদ পড়তে