খুলনার দিঘলিয়া উপজেলায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, ফেনী জেলায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ১ জন কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার ৬/ ৩/২৫ ইং তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে দিঘলিযা থানা পুলিশের একটি টিম সেনহাটি ইউনিয়নের পথেরবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী রুবেল শেখ (৩০) কে আটক করে। এ সময় মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত হয় এমন ৩টি মোবাইল ফোন আসামী রুবেল শেখের কাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, ভিকটিম মোঃ আরিফ (৩৫) পিতা:- জয়নাল আবেদিন, সাং-কাতালিয়া, থানা- ফেনী সদরকে অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ হতে লিবিয়ায় নিয়ে যায়। বিভিন্ন সময় লিবিয়া থেকে বিভিন্ন কৌশলে জোরপূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে বলে সূত্রে জানা যায় এবং উক্ত চক্র আরিফকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর সাথে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত রুবেল শেখ সহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত। তারা বাংলাদেশের একাধিক ব্যক্তিকে টার্গেট করে সুকৌশলে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায় এবং সেখানে অপহরণ করে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের ছবি ভিডিও করে তার পরিবারের নিকট পাঠিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করে থাকে। মুক্তিপণ না দিলে তারা ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তার পরিবারের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে। এই ঘটনায় ফেনী সদর থানার মানব পাচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।