দিনাজপুর চিরিরবন্দরে ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ওলামা দলের আয়োজনে পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া
উপজেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম নুরীর সভাপতিত্বে এসময় চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর এ আলম সিদ্দিক নয়ন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপির সদস্য মেজবাহুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, উপজেলা স্বেচ্ছাাসেবক দলের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সদস্য ও আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, উপজেলা বিএনপির সদস্য রেজাওয়ানুর রহমান বাবু, ঈসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা জিহাদ, যুগ্মআহবায়ক আব্দুল মান্নান ভুঁইয়া, সাইতাঁড়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ সোহেল বিন আবেদসহ উপজেলা ওলামা দলের নেতাকর্মী ও বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।