রাজনগরে এসিল্যান্ড না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৫, ০৪:১৩ পিএম
রাজনগরে এসিল্যান্ড না থাকায় সেবাগ্রহীতাদের ভোগান্তি

মৌলভীবাজারের রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছাড়াই চলছে তিন মাস ধরে অফিসের কার্যক্রম। পদটি শূন্য থাকায় অফিসের দাপ্তরিক কাজে এসেছে ধীর গতি। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দীর্ঘদিন থেকে এসিল্যান্ডের পদটি খালি থাকায় অনেক ফাইল আটকে আছে। ভূমি সংক্রান্ত বহু মামলার নিষ্পত্তি হচ্ছে না। 

 উপজেলা  ভূমি  অফিস সুত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সুনিয়া বদলি জনিত কারণে গত ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে পদটি শূন্য রয়েছে। তারপর থেকে এ অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়মিত কাজের পাশাপাশি তিনি দেখছেন ওই অফিসের কাজও। 

কিন্তু সেটি পর্যাপ্ত নয়। ফলে ভূমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত আছেন কয়েক হাজার মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা  জানান, দুই মাসের বেশি হবে জমা খারিজের জন্য দিয়েছি কিন্তু এসিল্যান্ড না থাকায় আমাদের ভীষণ ভোগান্তি হচ্ছে। তাছাড়া কোন কাজ নিয়ে ভূমি অফিসে আসলে তারা বলেন এসিল্যান্ড নাই সময় লাগবে অপেক্ষা করেন। মৌলভীবাজার জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ উপজেলায় অবিলম্বে এসিল্যান্ড নিয়োগের দাবি  সেবাপ্রার্থীদের। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মচারি বলেন একজন এসিল্যান্ডকে প্রতিদিন নামজারি, খাসজমি বন্দোবস্ত প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়সহ নানা ধরনের কাজ করতে হয়। সাধারণত এসব কাজ একজন এসিল্যান্ড দ্রুতগতিতে করে থাকেন। কিন্তু তিনি না থাকায় এসব কাজ ধীরগতিতে হচ্ছে। আবার প্রাথমিক জটিলতা ধরা পড়লে সহজে সমাধানও করা সম্ভব হচ্ছে না। অনেক সময় ফাইল নিয়ে যেতে হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন এসিল্যান্ডের বদলিজনিত কারণে পদটি শূন্য আছে। এতে কোন কাজ আটকে থাকেনি আমি সব কাজ করে দিচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে  জানানো হয়েছে। খুব শীঘ্রই পদায়ন হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে