কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্যামিরখিল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যেগে নুরানী তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষা শনিবার শ্যামিরখিল হামজা বিন আবদুল মুত্তালিব দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৫৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫জনকে ট্যালেন্টপুল ২০জনকে সাধারণ গ্রেড, অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন শিক্ষার্থীকে কোটা ভিত্তিক বিশেষ পুরষ্কার দেয়া হবে। পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান মেম্বার, পরীক্ষা নিয়ন্ত্রণ দায়িত্বে ছিলেন মাওলানা নজরুল ইসলাম, হল সুপার ছিলেন মাওলানা শাহ জালাল, তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আবুল হাশেম প্রমুখ।