শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৫, ০৪:২৪ পিএম
শার্শায় পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে তাদেরকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন- উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম(৩৫), যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া (২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আব্দুল মান্নান (৪০) ও জিরেনগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা খোরশেদ আলম(৫৩)।

পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা তাদের নিজ নিজ এলাকায় ঘুরাফেরা করছে। এমন খবরে আজ (শুক্রবার) সকালে পুলিশের একটি দল ওই সব এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি জিয়ারুল, সাগর মিয়া ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। 

অপর এক অভিযানে উপজেলার উলাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে