আত্মপ্রকাশ করল রংপুর অঞ্চলের বৈষম্য নিরসনে বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম রিজিওনাল রাইটস এন্ড জাস্টিস-রিজু। বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরীর আহার রেস্টুরেন্টে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী চিকিৎসক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। রিজুর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ মিজানুর রহমান। নির্বাহী পরিচালক করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ মুহাম্মদ ইলিয়াস প্রামাণিককে। এছাড়াও পরিবেশ ও জলবায়ু বিষয়ক পরিচালক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড মো আব্দুর রাকিব,
অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অধ্যাপক মো রাসেল উদ্দিন, মানবাধিকার ও নিরাপত্তা পরিচালক ড মো মনিরুজ্জামান, শিক্ষা ও সংস্কৃতি পরিচালক অধ্যাপক দীপিকা বিশ্বাস,
কৃষি ও খাদ্য নিরাপত্তা পরিচালক ড. মো আব্দুল লতিফ, ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তি পরিচালক অধ্যাপক মো আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিচালক মিরাজুল মহসিন,
নগর উন্নয়ন পরিচালক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান এবং গণমাধ্যম ও বাকস্বাধীনতা পরিচালক হিসেবে সরকার মাজহারুল মান্নানকে নিযুক্ত করা হয়েছে।এছাড়াও ৩৩ জন বিভিন্ন শ্রেণী পেশার সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেলো হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আত্মপ্রকাশ শেষে নির্বাহী পরিচালক জানান, গবেষণা, জার্নাল প্রকাশ এবং গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে রংপুর অঞ্চলের বৈষম্যের বিষয়ে কাজ করবেন পরিচালক এবং ফেলোরা। তিনি জানান, রিজু একটি মানবাধিকার ও ন্যায়বিচারভিত্তিক অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন।
তিনি জানান, রিজু মূলত মানবাধিকার, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও সামাজিক উন্নয়নসহ নানাবিধ বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের সদস্যগণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গবেষক, শিক্ষক, সাংবাদিক এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত।
রিজু বিশ্বাস করে যে, মানবাধিকারের সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের প্রসার ঘটিয়ে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব। সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।