আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ রশিদুজ্জামান ও এএসআই মোঃ হাসান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়র সি সি-৪৯/২২ এর আসামী দক্ষিণ একসরা গ্রামের মৃত আফিল উদ্দীন গাজীর ছেলে মাওলা গাজীকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।