রাজশাহী পুঠিয়ায় পুরাতন পুকুর সংস্কারের চাঁদা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মাঝে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে,উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামে মো কামাল হোসেন কয়েকদিন আগ থেকে একটি ছোট পুরাতন পুকুর ভেকুর মাধ্যমে সংস্কারের কাজ শুরু করে। আজ শুত্রুবার সকাল সাড়ে ১১টার দিকে জিউপাড়া এলাকার বিএনপির কিছু লোকজন বাধা সৃষ্টি করে। এতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে রক্তখয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত হয়েছে টিপু সুলতান, ডিস আলম, রুহুল আমিন। গুরুতর আহত টিপু সুলতান বলেন, আমার নিকটে ডিস আলম তার ছোট ভাই জাহাঙ্গীর সংস্কারের কাজের জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি ইতোমধ্যে ৫০ হাজার টাকা দিয়েছি। আজ এসে আমার পুকুরের এসে বাকি টাকা চায় আমি দিতে না চাইলে তারা কাজ বন্ধ করে দেয়। ডিস আলম বলেন, কালামের ছেলে আতিক সাংবাদিক আ.লীগের আমলে আমার নিকটে জোরপূর্বক ৫ লাখ টাকা নিয়েছে। সে একজন চিহ্নিত বাইক চোর। তারা আজ আমকে ভুট্টার জমিতে নিয়ে গিয়ে চাইনিচ কুড়ার দিয়ে কুপিয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, থানা পুলিশ ঘটনা স্থনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। দুইপক্ষ কেউ এখনো পর্যন্ত থানা অভিযোগ দেয়নি।