বরিশালে লঞ্চের কেবিন থেকে পাসপোর্ট ও ডলার চুরি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০১:২৯ এএম
বরিশালে লঞ্চের কেবিন থেকে পাসপোর্ট ও ডলার চুরি

বরিশাল নদী বন্দরে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বরিশাল নদী বন্দরে এ ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ভুক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোড এলাকার বাসিন্দা তাপস জানান, পরিবারের সদস্যরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এজন্য শুক্রবার দিবাগত রাতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য তারা প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন। কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ইউরো ডলারসহ অন্যান্য মালামাল ছিল। তিনি আরও জানান, লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা লাগিয়ে তারা লঞ্চের সামনে যান। রাত নয়টার দিকে তারা ফিরে এসে দেখতে পান কেবিনের জানালা খোলা। পরে ভেতরে প্রবশে করে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা নেই।

শনিবার দুপুরে বরিশাল সদর নৌ-থানার ওসি সনাতক চন্দ্র সরকার বলেন, ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পাশাপাশি এখানে লঞ্চ কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।