অধিকার,সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে সেনবাগে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। সেনবাগ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংগঠন রেইনবো নারী ঊন্নয়ন ফাউন্ডেশনের ও ব্র্যাকের সার্বিক সহযোগীতা দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শম্পা করের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সেনবাগ থানার এসআই সনৎ বড়ুয়া, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী , রেইনরো নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রকৌশলী আজমত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিজাম উদ্দিন ,শাহাদাত হোসেন অন্তর, আলা উদ্দিন আলো, ছাত্র সমন্বয়ক তানজিনা আলম, নাসরিন আক্তার প্রমুখ। এসময় বাল্যবিয়ে,নারীর প্রতি সহিংসতা রোধ,নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।