গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৪:১৭ পিএম
গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা প্রাশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য বেসরকারী উন্নয়ন সংস্থা সহযোগিতায় শোভাাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাহানারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী মুক্তারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা প্রমুখ। এছাড়া ব্র্যাক বিডিবি ও ডাসকো ফাউন্ডেশন দিবসটি উদযাপন করে।

আপনার জেলার সংবাদ পড়তে