রাজশাহীর পবা উপজেলায় একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) সকাল ১০টার সময় পবা উপজেলার বাগসারা উচ্চা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবার বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে হবেন-তা নিয়ে বেশকিছুদিন ধরেই নওহাটা পৌর বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। এরই মধ্যে কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হোন। একপর্যায়ে সকাল ১০ টার দিকে রফিুকল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে করে প্রায় ৫ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনার পরে পণ্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসেও খালি হাতে বাড়ি ফিরে যায়। বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুপক্ষের মধ্যে মারপিটের কারণে সেটি বন্ধ হয়ে যায়।