মৎস ঘের থেকে পাহারাদারের মরাদেহ উদ্ধার

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৫:৫৩ পিএম
মৎস ঘের থেকে পাহারাদারের মরাদেহ উদ্ধার

সাতক্ষীরার গোপিনাথ পুর এলাকার একটি মৎস ঘের থেকে আব্দুর রহমান গাজী(৪৭) নামে এক পাহারাদারের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরতলীর গোপিনাথ পুরে জৈনেক  আয়ুব আলীর নামে একজনের মৎস ঘোরের ধানখেত সংলগ্ন এলাকা মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার  তালতলা এলাকার  মৃত বাবর আলীর ছেলে। তিনি স্থানীয় অহিদের ঘেরে পাহারাদার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, প্রতিদিনের মত রাতে আব্দুর রহমান অহিদের মৎস ঘেরে পাহারা দিতে যায়। তার পাশেই আয়ুব আলীর ঘেরে বৈদ্যুতিক সংযোগ ছিল। ধারনা করা হচ্ছে  রাতের কোন এক সময়ে অসাবধানতার কারনে  বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। সকালে তার মরাদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

তিনি আরো জানান, নিহতের মরাদেহ  ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো পর্যান্ত কেউ থানায় অভিযোগ করেনি।