চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৫:৫৫ পিএম
চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আকতার, চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর দিপ্তটপ্য, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, মোঃ আব্দুল মালেক সরকার প্রমূখ।


আপনার জেলার সংবাদ পড়তে