নাটোরের লালপুরের রামকৃষ্ণপুর ফকির চাঁদ গোসাঁইজীর আশ্রম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষক উত্তম কুমার মন্ডলকে সভাপতি ও নিরমল কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকির চাঁদ গোসাঁইজীর আশ্রমের আহবায়ক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেশ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র ভৌমিক, সদস্য হীরেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়। ১৫ জানুয়ারি ধর্মমন্ত্রনালয় থেকে অনুমোদন হয়।