নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত-ইউএনও নাজমুন নাহার

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৭:১৪ পিএম
নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত-ইউএনও নাজমুন নাহার

নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। আজ শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে নারীরা ঘরের কাজে যে শ্রম দেয় তা জিডিপিতে হিসাবভুক্ত করা হয়। কারণ নারীরা যদি শ্রম না দিতো পুরুষরা বাইরে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতেন না। যে কারণে নারীর ঘরের কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন-আামাদের দেশেও নারীদের ঘরের কাজের অংশটুকু জিডিপি ভুক্ত করা হবে। 

ওই নারী কর্মকর্তা বলেন, আল্লাহতালা নারীদের যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মান কি আমরা সমাজে নিশ্চিত করতে পারছি? পারছি না। তাহলে কিন্তু আমরা ব্যর্থ। আমরা যত বড় বড় উন্নয়নের কথাই বলিনা কেন। যতক্ষণ পর্যন্ত না আমরা সমাজের প্রতিটা স্তরে নারীর নিরাপত্তা ও মূল্যায়ন না দিতে পারব,ততক্ষণ পর্যন্ত নারীর অধিকার ,সমতা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠা হবে না। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সরকারি ভাঙ্গুড়া ইউয়িন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, এসআই সুব্রত সাহা,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজি,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ মুন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে