ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৭:৩১ পিএম
ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন,ইএসডিও, আশা কারিদাস ও আলোহা সোস্যাল সার্ভিসের বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১ ঘটিকায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘নারী দিবসের গুরুত্ব অপরিসীম, পরিবার থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে নারীদের বৈষম্য, নির্যাতন, অধিকার হরন ও সম্পদ প্রাপ্তিতে অসামঞ্জস্যতা কোন ভাবেই কাম্য নয়। অসুন নিজ পরিবার থেকে সকল ক্ষেত্রে নারীদের বৈষম্য প্রতিরোধে সোচ্চার হই এবং নারী মর্যাদা ও অধিকার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।’  

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক সরদার, মডেল প্রেস ক্লাব সভাপতি অরিন্দম মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এনজিও, বিভিন্ন নারী সংগঠন, পেশাজীবী সংগঠন, স্থানীয় সরকার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে