দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
“অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কাল্যাণ উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বকরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।