ঈদুল ফিতর উপলক্ষে এবার সংবাদ পাঠিকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাইয়ারা তটিনীকে। এটি তার প্রথম সংবাদ পাঠিকার চরিত্র, যা বেশ সিরিয়াস অথচ মজাদার। ঈদের বিশেষ নাটক ‘ব্রেকিং নিউজ’-এ তটিনীর বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন এবং চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ।
‘ব্রেকিং নিউজ’ নাটকটির গল্প আবর্তিত হয়েছে শহরের শীর্ষ সন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে। সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার টানাপোড়েন প্রেম ও পরাজয়ের মোড়কে উপস্থাপন করা হয়েছে। চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাইয়ারা তটিনী। এ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
নাটকটির পরিচালক ইমরোজ শাওন জানান, ‘ব্রেকিং নিউজ’ একটি অনন্য গল্প, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে। তিনি বলেন, ‘গল্পটি সিরিয়াস, কিন্তু এর মধ্যে রয়েছে মজার উপাদান। সাইয়ারা তটিনী এবং তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্রেকিং নিউজ’সহ রোজার ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক। এই নাটকগুলো প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে চাঁদরাত থেকে উন্মুক্ত করা হবে।
সাইয়ারা তটিনী এই প্রথম সংবাদ পাঠিকার চরিত্রে অভিনয় করছেন। তার এই নতুন চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। তটিনী বলেন, ‘সংবাদ পাঠিকার চরিত্রে অভিনয় করা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ ছিল। আমি আশা করি, দর্শকরা আমার অভিনয় পছন্দ করবেন।’
ঈদুল ফিতর উপলক্ষে সিএমভি’র ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘ব্রেকিং নিউজ’ অন্যতম। নাটকটি দর্শকদের জন্য বিশেষ উপহার হয়ে আসছে। ঈদের উৎসবকে আরও রঙিন করতে চলচ্চিত্র ও নাটকপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একের পর এক মজাদার ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।