নারী দিবসে বাংলা গানে ফিরলেন জ্যাকুলিন ফার্নান্দেজ

এফএনএস বিনোদন | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৮:০৬ পিএম
নারী দিবসে বাংলা গানে ফিরলেন জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বাংলা গানের জগতে আবারও হৈচৈ ফেলে দিয়েছেন। নারী দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন বাংলা গান ‘আমি কাফি’। এটি জ্যাকুলিনের দ্বিতীয় বাংলা গান। এর আগে ‘বড়লোকের বেটি’ গানে বাঙালি কন্যার বেশে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এবার ‘আমি কাফি’ গানটির মাধ্যমে নারী দিবসের মূলমন্ত্রকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। 

জ্যাকুলিন ফার্নান্দেজ বাংলা গানের সঙ্গে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটি তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত।’ গানটির মিউজিক ভিডিওতে জ্যাকুলিন ছাড়াও রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিং। 

‘আমি কাফি’ গানটি মূলত ইংরেজি গান ‘স্টর্মরাইডার’-এর বাংলা সংস্করণ। কয়েক মাস আগেই ইংরেজি সংস্করণটি প্রকাশিত হয়েছিল, যা শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবার বাংলা সংস্করণটি তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। এসভিএফ মিউজিকের সঙ্গে যৌথভাবে এই গানটি প্রকাশ করা হয়েছে। 

নির্মাতারা জানিয়েছেন, ‘আমি কাফি’ গানটি নারী দিবসের মূলমন্ত্রকে প্রতিফলিত করে। গানটির মাধ্যমে নারীর আত্মবিশ্বাস, শক্তি এবং স্বাধীনতার বার্তা দেওয়া হয়েছে। মিউজিক ভিডিওটিতে জ্যাকুলিন এবং অন্যান্য নারী শিল্পীরা নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেছেন। 

জ্যাকুলিন ফার্নান্দেজের প্রথম বাংলা গান ‘বড়লোকের বেটি’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। গানটির মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে জ্যাকুলিনের রূপ দর্শকদের মুগ্ধ করেছিল। এবার ‘আমি কাফি’ গানটিও দর্শকদের মনে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। 

জ্যাকুলিন ফার্নান্দেজ বাংলা সংগীত জগতে তার পদচারণাকে আরও সম্প্রসারিত করতে চান। তিনি বাংলা গানের মাধ্যমে নতুন শ্রোতাদের কাছে পৌঁছাতে চান এবং তাদের ভাষায় সংগীত পরিবেশন করতে চান। তার এই উদ্যোগ বাংলা সংগীতপ্রেমীদের জন্য একটি বড় উপহার। 

নারী দিবসে প্রকাশিত ‘আমি কাফি’ গানটি নারীদের আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক হয়ে উঠুক, এই কামনা করছেন জ্যাকুলিন এবং গানটির নির্মাতারা। বাংলা সংগীত জগতে জ্যাকুলিনের এই নতুন পদক্ষেপ দর্শকদের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে