বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিএমডিএর প্রধান কার্যালয়ের অস্থায়ী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।