নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নাগরিকের নিরাপত্ত্বার দাবিতে মানববন্ধন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৩:৪৬ পিএম
নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নাগরিকের নিরাপত্ত্বার দাবিতে মানববন্ধন

মাগুরা শিশু ধর্ষনসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ নাগরিকের নিরাপত্ত্বা নিশ্চিতকরণের দাবিতে জামালপুরের মেলান্দহে মানবন্ধন-পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে। ৯ মার্চ দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথক এই কর্মসূচির আয়োজন করেন। নারী নির্যাতনবন্ধসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে।

বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মামুন সরকার, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী, কলেজ শিক্ষক প্রভাষক সুমন হাজারী, শিক্ষার্থী আইরিন জান্নাত  শান্তা প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে