রামেক হাসপাতালের সকল সেবা বন্ধের হুঁশিয়ারি চিকিৎসকদের

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৫:০৭ পিএম
রামেক হাসপাতালের সকল সেবা বন্ধের হুঁশিয়ারি চিকিৎসকদের
পাঁচদফা দাবি আদায় না হওয়ায় সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (৯ মার্চ) বেলা পৌনে ১২ টার সময় রামেক হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন। পরে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে তারা দাবি আদায়ে রাজশাহী মেডেকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, এখন থেকে তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ১২ মার্চের মধ্যে দাবি আদায় না হলে চিকিৎসকেরা জরুরি বিভাগের সেবা, বর্হিবিভাগের সেবা এবং প্রাইভেট প্যাকটিস বন্ধ করতেও তারা বাধ্য হবেন।
আপনার জেলার সংবাদ পড়তে