অভয়নগরে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৫:২১ পিএম
অভয়নগরে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী গ্রামের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান দপ্তরী। গত বৃহস্পতিবার(৬মার্চ) যশোর শিক্ষাবোর্ড কর্তৃক প্রেরিত চিঠির মাধ্যমে সভাপতি নিশ্চিত করা হয়। ইতোপূর্বে এলাকাবাসির মৌখিক ভোটে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এরপর উপজেলা নির্বাহী অফিসারের তদন্তের মাধ্যমে যশোরের ডিসি অফিস কর্তৃক প্রেরিত নির্দেশনা মোতাবেক যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের স্বাক্ষরে সভাপতি মনোনিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাস, সাধারণ শিক্ষক সদস্য মো: নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মো: ফারুক হোসেন। নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সকলকের প্রতি এলাকাবাসি ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন ও শুভেচ্ছা জানান। উল্লেখ্য মফিজুর রহমান নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

আপনার জেলার সংবাদ পড়তে