এ দেশ অন্যকোন দেশের কাছে মাথা নত করবে না: ড. আসাদুজ্জামান

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৭ এএম
এ দেশ অন্যকোন দেশের কাছে মাথা নত করবে না: ড. আসাদুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী  দল বি,এন,পি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, একটি দল আওয়ামীলীগের সঙ্গে, একজন নেত্রীর সঙ্গে বন্ধুত্ব এবং খাতির রাখার জন্য ১৮ কোটি মানুষের বিরুদ্বে ভারত  দূষমনি শুরু করেছে ,বাংলাদেশের সঙ্গে দূষমনি শুরু করে দিয়েছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ব আছে এদেশ অন্যকোন দেশের  কাছে মাথা নত করবে না।তিনি আজ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বি,এন,পি কার্যালয়ের সামনে আয়োজিত  পথ সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। লৌহজং উপজেলা বি,এন,পি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান বেপারীর স ভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা জর্জকোর্টের অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান টিটু,কেন্দ্রিয় কৃষক দল নেতা এডভোকেট নাসির উদ্দিন বেপারী,মুক্তিযোদ্বা শেখ কামাল,যুবদল নেতা লুঃফর রহমান পাভেল,মোশারফ হোসেন নসু,ছাত্রদল নেতা লাভলু প্রমুখ। সম্প্রতি  জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুল্থানে ১ শত শিশু সহ দেড় হাজার মানুষ একটি স্বপ্নকে সামনে রেখে জীবন দিয়েছে, এ আত্ম ত্যাগ মূল্যায়ন করতে হবে। বি,এন,পি’র ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন ,রাজনীতিতে পরিবর্তন দরকার ৫ আগষ্ট এর আগের এবং পরের রাজনীতিএক হবে না রাজনীতিতে আখলাক কালচার বদলানো দরকার  দূর্ণীিত,দূবৃত্তপনা,চাঁদাবাজি মানুষ পছন্দ করে না। নিরজের জানমাল দিয়ে রাজনীতি করার তাগিদ দেন। তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মী ও জনতাকে সতর্ক করে দিয়ে বলেন বাংলাদেশের  বিরুদ্বে মিথ্যা  অপপপ্রচার দিয়ে ভাবমূর্তি নষ্টের চক্রান্ত চলছে এদেশে অর্ন্তবর্তি সরকারকে বিব্রত করতে চাইছে,্আমরা অর্ন্তবর্তি সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন করছে। 

আল্লাহর খেদমত কবুল করলে তিনি বিনা স্বার্থে  এলাকার মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।নেতাকর্মীরা ভোটের মাধ্যমে কমিটি গঠনের  দাবী জানালে তিনি সারা বাংলাদেশে তারেক রহমানের সুষ্পষ্ট নির্দেশনা অনুযায়ী ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রতিশ্রুতি পূন:ব্যক্ত করেন।


আপনার জেলার সংবাদ পড়তে