‘মব’ ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৮:০৫ পিএম
‘মব’ ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, তার সবকটির পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা তথ্য সরকারের কাছে রয়েছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তার ধর্ম, মতাদর্শ বা রাজনৈতিক পরিচয় কোনো বিবেচনায় আনা হবে না।”

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, “আগামীতে কোনো মব জাস্টিস বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা ঘটলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যে যেখানে মব ঘটানোর চেষ্টা করবে, তাকে সেখানেই গ্রেফতার করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যেকোনো ধরনের মব জাস্টিস কঠোরভাবে দমন করা হবে। আইন অন্ধ, অপরাধীর পরিচয় বিবেচ্য নয়। অপরাধী যে-ই হোক, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।”

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মব ভায়োলেন্সের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। এটি কঠোরভাবে দমন করা না হলে ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি হতে পারে। তাই সরকার এখন থেকে কোনো ধরনের ছাড় দেবে না।”

মব ভায়োলেন্স প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রচারের জন্য শিগগিরই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “গুজব ছড়িয়ে মব ভায়োলেন্সের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে