ভোগাই নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৮:০৭ পিএম
ভোগাই নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে একটি নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) সকালে উপজেলার গোবিন্দনগরএলাকার ভোগাই নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী আনোয়ার হোসেন ও সুরুজ্জামানসহ অনেকেই জানান, নবজাতকের মরদেহটি রোববার সকালে ভোগাই নদীতে ভাসতে দেখেন তারা। এই খবরটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী ভীড় জমায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এটি একটি অপরিণত নবজাতকের মরদেহ। এখনো এর চোঁখ ফুটেনি। ধারণা করা হচ্ছে গর্ভপাতের মাধ্যমে মান সম্মানের ভয়ে মরদেহটি নদীতে ফেলেছে দিয়েছে কেউ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে