এহসানুল মাহবুব জোবায়ের

কুরআনের আলোকে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০১:৪৭ পিএম
কুরআনের আলোকে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে

বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, কুরআনের আলোকে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদ ও বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই মানবজীবনে শান্তি আসবে।

রোববার বিকেলে টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে টঙ্গী পশ্চিম থানা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) উদ্যোগে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও আই.বি.ডব্লিউ.এফ'র প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন।

টঙ্গী পশ্চিম থানা আই.বি.ডব্লিউ.এফ এর সভাপতি সোলায়মান আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ মো. ফয়েজের সঞ্চলনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন

জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলি, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ হাবিবুল কিবরিয়া ইমরান, মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে মহানগর জামায়াত আমীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনামলে গত ১৫বছর যাবত আমরা প্রকাশ্যে কোনো ইফতার মাহফিল করতে পারিনি। মানুষ অশান্তিতে ছিল। তাই মানুষকে শান্তি দিতে হলে কুরআনের শাসন কায়েম ও তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে