চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। সোমবার ভোরে সদর উপজেলার দ্বারিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাদ্দাম হোসেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাংগিরপাড়ার সাইদুর রহমানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন।
ওসি ও স্থানীয়রা জানান, ভোর ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এতে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সাদ্দামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের কারণে সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যহত হয়।
ওসি বলেন, নিহত সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।