সাতকানিয়ায় ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০২:৩৩ পিএম
সাতকানিয়ায় ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রামের সাতকানিয়ায় এনএসআইয়ের সহযোগিতায়  ৭০০ পিস ইয়াবাসহ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ আবু বক্কর (৩৯)। সে উপজেলার কেরানিহাটের নিকটবর্তী কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাড়িঘাটা নামক এলাকার মোঃ আব্দুস সোবহানের পুত্র।

গতকাল ৯ মার্চ রবিবার রাত দশটায় কেরানিহাট এলাইট হাসপাতালের সামনে থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময়   এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। যার স্থানীয় মূল্য দুই লাখ দশ হাজার টাকা বলে এনএসআই সদস্য জনাব রাসেল শেখ জানিয়েছেন। এ ঘটনায় সাতকানিয়া থানায় আজ সোমবার একটি মামলা রুজু হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে। যার নম্বর- ০৫/ ১০-০৩-২০২৫।

এদিকে ইয়াবাসহ বক্কর গ্রেপ্তার হওয়ার খবরে কেরানিহাটে আলোচনার ঝড় ওঠেছে। কারণ বক্কর কেরানিহাটের পরিচিত মূখ এবং বাজালিয়া ভোর বাজার এলাকায় সাঙ্গু নদীর তীরের একটি টং রেস্তোরাঁর স্বত্বাধিকারী। কেরানিহাটের সুপরিচিত পরিবারের সন্তান ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়াকে অশনি সংকেত বলে মনে করছেন সমাজ সচেতন ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে