“দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণমন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় ভূমিকম্প ও অগ্নি কান্ডে করণীয় বিষয়ে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।