তারাগঞ্জে আরো ১টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৩:০৮ পিএম
তারাগঞ্জে আরো ১টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় একটি ইটভাটা এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে ইট প্রস্তুত কার‌্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার (৯মার্চ) দুপুর  ২ টায় থেকে বিকেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাটাগুলোর কার‌্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রংপুর পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন, ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের নির্দেশ মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে অবস্থিত এমজেডেইচ ইটভাটার চিমনি এক্সেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। এই অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে তাদের সকল কার‌্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা যদি আবারো অবৈধ ভাবে কার‌্যক্রম শুরু করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে