ইজিবাইক চালকের কাছে মিললো আড়াই কোটি টাকার স্বর্ণ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৪:০৮ পিএম
ইজিবাইক চালকের কাছে মিললো আড়াই কোটি টাকার স্বর্ণ

 সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি স্বর্ণের বার সহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। আটক ইজিবাইক চালক সোয়েল উদ্দীন কলারোয়া উপজেলার আইস পাড়া এলাকার হামেজ উদ্দীনের ছেলে। সোমবার(১০মার্চ) সকালে সাতক্ষীরা- ৩৩ বিজিবির অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক  এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিজিবির বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার সন্ধ্যায় আবাদের হাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে যাওয়া সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করে। এরপর তার ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো কস্টেপ দিয়ে মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। বিজিবি অধিনায়ক আরও জানান, ইজিবাইকচালক সোয়েলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরে করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে