ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোর প্রতিযোগিতা

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৭ এএম
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোর প্রতিযোগিতা

ইসলামিক ফাউন্ডেশন রূপসা উপজেলার উদ্যোগে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, কারী গোলাম মোস্তফা, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ অলিউল্লাহ, হাফিজুর রহমান, শিরিনা আক্তার, সাংবাদিক এম এ আজিম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশণের মডেল কেয়ারটেকার আব্দুস সালামের, সাধারণ কেয়ারটেকার আবু বকর সিদ্দিক, মোঃ আমানুল্লাহ, মোহাম্মদ আখতার খান, ইমাম হাফেজ মাওলানা মোস্তফা আল মামুন, হাফেজ হারুন অর রশিদ, হাফেজ হেদায়েতুল্লাহ, হাফেজ মাহফুজ আহমেদ, হাফেজ নিজাম মোড়ল, তৌহিদুল ইসলাম কচি, হাফেজ আসাদুল্লাহ, নাসিম ফরাজি, মোহাম্মদ আল আমিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে