একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালীন চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা এলাকায় কাটা পড়েছে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন। শনিবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এর ফলে নগরীর বিশাল একটি অংশে পানি সরবরাহ বিঘ্নিত হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, শহরের আগ্রাবাদ আবাসিক এলাকা, হালিশহর আবাসিক এলাকা ও সিডিএ আবাসিক এলাকাসহ আশেপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামত করা হচ্ছে। রোববার চট্টগ্রাম ওয়াসা এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। ওয়াসার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবি বাস্তবায়নে ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালীন ঠিকাদার কর্তৃক নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সঞ্চালন লাইনের মাধ্যমে হালিশহর এলিভেটেড ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামতের জন্য চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন গতকাল রাত সাড়ে ১১টায় সাগরিকায় ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মেরামত স্থান থেকে সাংবাদিকদের বলেন, শনিবার রাত ৮টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের একটি প্রকল্পের কাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন কাটা পড়ে। আমরা গভীর রাত পর্যন্ত কাজ করছি। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করতে তিন-চার দিন সময় লাগবে। দ্রুততম সময়ে মেরামতের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। এদিকে হালিশহরের অনেকে অভিযোগ করেছেন, হালিশহরে গত ১০-১২ দিন ওয়াসার পানির দেখা নেই। লাইন মেরামতের অজুহাতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সিডিএর খাল খনন প্রকল্পের কাজে অনন্যা আবাসিকের অক্সিজেন-কুয়াইশ সংযোগ খালের পাইলিংয়ের সময় চট্টগ্রাম ওয়াসার ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে গিয়েছিল। ওই পাইপলাইন দিয়ে চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর উৎপাদিত পানি নগরীতে আসত। ওই সময় প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় সপ্তাহ ধরে নগরীর বিশাল এলাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারেনি।
ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর উৎপাদিত পানি অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে আসে। নাসিরাবাদ রিজার্ভার থেকে এই প্রকল্পের পানি নগরীর বিশাল এলাকায় সরবরাহ করা হয়। বিশেষ করে নগরীর বৃহত্তর হালিশহর, বৃহত্তর আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ি, দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, সিইসি, ২ নং গেট, বায়েজিদ, নাসিরাবাদ, অক্সিজেন, কুয়াইশ, নন্দনকানন, জামালখান, সিরাজউদ্দৌলা রোড, দেওয়ান বাজার, চকবাজার, আন্দরকিল্লা এলাকায় সরবরাহ করা হয়।