রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ ব্যবসায়ী ও ২ মোটরসাইকেল আরহিকে সাড়ে ৩ হাজার টাকা অর্থদন্ড করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা বিশেষ অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন। জানা গেছে, আড়ানী পৌর বাজারে মূল্য তালিকা না টানানোর কারনে সোয়েল ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা, সুমোন ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা, তিতাস আলীর মুরগীর দোকানে ৫০০ টাকা এবং ২ মোটরসাইকেল আরহির মাথায় হেলমেট না থাকায় কারনে ৫০০ টাকা করে ১ হাজার টাকা অর্থদন্ড করেন। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে তাদের অর্থদন্ড করা হয়েছে।