ধর্ষকের ফাঁসির দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৫:৫৪ পিএম
ধর্ষকের ফাঁসির দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন  সড়ক ঘুরে পুরনো বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় । সেখানে ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, শাহনেওয়াজ অভি, ফাহাদ শিকদার ওপি, শিক্ষার্থী জান্নাত রশ্মি, আফরোজা তুলি, মোনালিসা, লুলু আল মারজান, লিমন শাহরিয়ার, মাশরুক ইমন, ইমরান শেখ প্রমুখ। শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেন, আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ শুধুমাত্র পিরোজপুরের নারীদের জন্য নয়, বরং সারাদেশের সকল নারীর নিরাপত্তার দাবিতে এ বিক্ষোভ। আমরা চাই ধর্ষণ মামলার দ্রুত বিচার। 

অপরদিকে বেলা সাড়ে ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের আয়োাজন কলেজ ক্যাম্পাসে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেহান রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম হাসান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ  ।

আপনার জেলার সংবাদ পড়তে