রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর নলকূপের আওতাধীন ধানী জমিতে পানি নিতে গিয়ে আলতাফ হোসেন (৪৮) নামের কৃষককে খুন করে লাশ গুম করার অভিযোগ উঠেছে পিতা-পুত্রের বিরুদ্ধে। ঘটনার পর প্রতিবেশী রুস্তম অালী, শরিকুল ইসলাম পলাতক রয়েছে।
রোববার রাতে মোহনপুর উপজেলার ধুইল বিলে এমন ঘটনা ঘটে। মোহনপুর থানা পুলিশ সোমবার ঘটনাস্থলে গিয়ে মাথার মগজের আলামত সংগ্রহ করেছে। তবে লাশ নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০ টার সময় ধুরইল গ্রামের মাষ্টারপাড়ার মৃত আব্দুস কুদ্দুস এর ছেলে আলতাফ হোসেন (৪৮) প্রতিবেশী রুস্তম আলী তার ছেলে শরিফুল ইসলামের সাথে জমিতে পানি নিতে যায়। আলতাফ হোসেন বাড়িতে না আসায় পরিবার লোকজনের সন্দেহ হয়। সোমবার সকালে বিলে গিয়ে খোজাখুজি করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে জমির পাশে মানুষের মাথার মগজ দেখতে পায়। মৃত আলতাফ আলী পরিবারের লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রতিবেশী রুস্তম অালী তার ছেলে শরিফুল ইসলামের বতস বাড়ি ও ধানী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে খুন করে লাশ গুম করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার মগজের আলামত সংগ্রহ করেছে। লাশ নিখোঁজ রয়েছে। লাশের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।