শিশু আছিয়াকে নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৮:০৪ পিএম
শিশু আছিয়াকে নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা মহিলা দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা। তিনি বলেন, "ধর্ষণ একটি জঘন্য অপরাধ। বর্তমানে অপরাধীরা ক্ষমতার অপব্যবহার ও টাকার জোরে পার পেয়ে যাচ্ছে, ফলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। এসব ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতেই রাষ্ট্রের দায়িত্ব ন্যস্ত হওয়া উচিত।"

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না, সহ-সভাপতি ফেরদৌসী ইকবাল, সহ-সভাপতি ফারজানা বক্ত রায়না, সাবেক যুগ্ম সম্পাদক দিবা রানী দে বাবলী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভাপতির বক্তব্যে তাহসিন শারমিন তামান্না বলেন, "আমরা আর কোনো নারীর ওপর নির্যাতন দেখতে চাই না। ধর্ষকদের এই দেশে কোনো স্থান নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সর্বস্তরের নেতাকর্মী আছিয়ার পাশে রয়েছে।"

সিলেট জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, "আমাদের সন্তানরা এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য রক্ত দিয়েছে। অথচ সেই সন্তানরাই যদি আজ পাষবিকতার শিকার হয়, তাহলে এর শেষ কোথায়? আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই আছিয়ার মায়ের সঙ্গে কথা বলেছেন এবং তার চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন। দেশের মানুষ আছিয়ার পাশে রয়েছে।"

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে