চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ০৮:০৪ পিএম
চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন

চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন-২০২৫ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১০ মার্চ সোমবার বিকেলে শহরের ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। এসময় তিনি বলেন,বিএনপির বিরুদ্ধে  অতিতেও ষড়যন্ত্র  হয়েছে বর্তমানেও হচ্ছে। আগামী দিনে আপনারাই এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এসব ষড়যন্ত্র প্রতিহত  করতে হলে আমরা  ঐক্যবদ্ধ থাকতে হবে । আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা কোন কঠিন হবে না।  বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো  আগামী দিনে কমিটিতে তাদেরকেই মূল্যায়ন করা হবে। 

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.  হারুনুর রশিদ। 

পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী ও জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,  ফেরদৌস আলম বাবু,  ডিএম শাহজাহান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক  আফজাল হোসেন, সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মুক্কু, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ খান রিপন,সহ-প্রচার সম্পাদক কবির হোসেন মিয়াজী, পৌর বিএনপির  সদস্য শহীদ ঢালী।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

আপনার জেলার সংবাদ পড়তে