রাজশাহীতে ১১৫ জনকে যাকাতের টাকার চেক বিতরণ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০২:২৪ পিএম
রাজশাহীতে ১১৫ জনকে যাকাতের টাকার চেক বিতরণ
রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় যাকাতের চেক বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ তাদের হাতে চেক তুলে দেন। জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক এবং অর্থ, হিসাব ও যাকাত বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, সরকারি যাকাত বোর্ডের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।
আপনার জেলার সংবাদ পড়তে