রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার এক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল নাটোর সদর উপজেলার ছাতনী এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সামিউল আলিম ওরফে শিহাব (২২)। পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি বাজারে তার বাড়ি।
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শিহাব তার সম্পর্কের এক ভাগনির বাড়ি যায়। তখন তার ভাগনি নামাজ পড়ছিল। ওই সময় শিহাব পেছন থেকে তাকে জাপটে ধরে এবং টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই শিহাব পলাতক ছিল।র্যাব জানিয়েছে গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।