ধর্ষণের বিরুদ্ধে পার্বতীপুরে বিক্ষোভ ও মশাল মিছিল

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৩:৩২ পিএম
ধর্ষণের বিরুদ্ধে পার্বতীপুরে বিক্ষোভ ও মশাল মিছিল

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং নারী নিরাপত্তা নিশ্চিতসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা। সোমবার রাত ৯টার পার্বতীপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহর প্রদক্ষিন করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল ইয়াছা আলভী, তামিম, আরমান, মিরাজ, নিরব ও তাসিম প্রমুখ। বক্তরা বলেন, শান্তিপূর্ণ এ দেশে ধর্ষনের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হওয়ায় দিন দিন এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। শিক্ষার্থী আসিফ বাবু বলেন, শিশু থেকে বৃদ্ধা কোন নারীই এখন নিরাপদ নয়। ধর্ষককে গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হলে এই কলঙ্ক থেকে দেশ মুক্তি পাবে বলে দাবী করেন তাঁরা। সুমাইয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, ধর্ষকরা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে। ধর্ষক দায়মুক্তি পেলেও ভুক্তভোগী নারীকে সারাজীবন এর ক্ষত বয়ে বেড়াতে হয়। এজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনের শতভাগ প্রয়োগ এবং প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে। বিক্ষোভ মিছিল থেকে ধর্ষকের বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে