ধর্ষনের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৪:১৪ পিএম
ধর্ষনের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাগুড়াতে ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুরের সাধারণ শিক্ষার্থবৃন্দ ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রাসেল আলী, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্র শিবিরের সভাপতি নাজির উদ্দিন ,জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে