বাঘায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৪:৩৮ পিএম
বাঘায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামিল হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামিল হোসেন চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে। জানা গেছে, অসুস্থ্য শিশু জামিল হোসেনকে নিয়ে তার মা রওশনারা বেগম লালপুরের গোপালপুর গোবরগাড়ি গ্রামে কবিরাজের বাড়িতে ভ্যানে যাচ্ছিলেন। এ সময় তারা বাঘা উপজেলার দিঘা আঠালিপাড়া জামাল ম্যানেজারের বাড়ি সামনে পৌঁছালে অপর দিকে থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে শিশু জামিল হোসেন ভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মা রওশনারা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বালুবাহী ট্রাকের ডাইভার ইচ্ছাকৃতভাবে ছেলেকে মেরে ফেলেছে দাবি তার পিতা মুঞ্জিল হোসেন এর বিচার চান। বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে