নেত্রকোণার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামের এক পাহারাদারকে হত্যা করে একটি ফার্মের সাত গরু ডাকাতির মামলায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এর আগে সোমবার দুর্গাপুর উপজেলার রামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ীর দূর্গাশ্রম গ্রামের দোলন মিয়া দুলাল (২৮), রামবাড়ী গ্রামের আঃ আউয়াল ওরফে আবাল (৩২,শুকনাকুড়ি গ্রামের আঃ মান্নান ওরফে মান্নান (৪২)।
প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত দোলন মিয়া দুলাল’কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে দোলন মিয়া। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল মান্নান ওরফে মান্নান ও আঃ আউয়াল ওরফে আবাল’কে গ্রেপ্তার করা হয়। হত্যা ও ডাকাতির ঘটনায় মোট ৭জন জড়িত ছিলো বলেও জানায় পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ৬ মার্চ বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে খড়ের ঘরের পালার সাথে, বাঁধা অবস্থায় জয়নাল মিয়ার মরদেহ দেখতে পায় তার সহকর্মী। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন মামলা নং-৪।
নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ আরও বলেন, ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার,লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত পিকআপ গাড়ীটি সনাক্ত করে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।