আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৪:৫৪ পিএম
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর যুব, সেচ্ছাসেবক, ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ, গোমস্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পিয়ারুল ইসলাম, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রতন,  সাবেক উপজেলার যুগ্ন আহবায়ক আসিফ আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সুমাইল, যুবনেতা হৃদয় ও ছাত্রনেতা তন্ময়সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই সব ধর্ষনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফঁসির রায় কার্যকর করতে হবে নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে